ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার বিচার শেষ হবে বলে আশাব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (১৬ জুলাই) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘গত এক বছরে ট্রাইব্যুনালের বিচারকাজে যে অগ্রগতি, তাতে আমরা মনে করি এ বছরের মধ্যেই বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন করা সম্ভব। সে গতিতেই বিচারপ্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।’

এছাড়া যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, তাদের মাধ্যমে জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভুক্তভোগীদের পরিবারকে আশ্বস্ত করতে চাই যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বর্তমান ট্রাইব্যুনাল। আগামী ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের মূল কুশীলবদেরও দণ্ডিত করা সম্ভব বলে আশাকরি।

এদিন আশুলিয়ার ছয়জনের লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আট আসামিকে ২৮ জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া লক্ষ্মীপুরে পাঁচ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অন্য মামলায় গ্রেপ্তার তিন আসামিকে একই দিন ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

জুলাই গণহত্যার দায়ে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে দুটি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামী ৪ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হবে। চানখারপুলে ছয় হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

 

Share.
Leave A Reply

Exit mobile version