বিনোদন ডেস্ক
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। এরই মধ্যে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে বলিউডে এখনই আসতে চায় না।’
অভিনেত্রী কাজল এখন নতুন নতুন সিনেমায় কাজ করছেন। এদিকে তার মেয়ে নিসার বয়স কুড়ি পার করেছে আরো দুই বছর আগে। বলিউডের অন্য তারকাদের পুত্র-কন্যারা এরই মধ্যে অভিষেক করে ফেলেছেন। সাইফ আলী খান, আমির খানের সন্তানেরা সিনেমায় এসেছেন। শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। কিন্তু কাজলের মেয়ে সিনেমায় আসছেন কিনা তা নিয়ে কোনো স্পষ্ট কথা শোনা যায়নি। সম্প্রতি কাজল নিজেই জানালেন নিসা সিনেমায় আসছেন না এখনই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। এরই মধ্যে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে বলিউডে এখনই আসতে চায় না।’ তবে পরবর্তীকালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী।
শোবিজে এখন কম-বেশি সবাই শরীরের গড়ন পরিবর্তন করতে ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দেয়। অভিনয় দুনিয়ায় থাকতে হলে বাহ্যিক গঠন পরিবর্তনের প্রয়োজন কিনা এ প্রসঙ্গে কাজল বলেন, ‘দয়া করে সবার পরামর্শ নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নানা লোক নানা কথা বলবে। কেউ বলবে নাক বদলান, কেউ বলবে হাত বদলান, গায়ের রঙ বদলান, হাজার লোকের হাজার কথা।’
তবে সৌন্দর্য বাড়ানোর জন্য নায়িকাদের অস্ত্রোপচারের সাহায্য নেওয়ার বিরোধিতা করেননি কাজল। বিষয়টিকে তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখতে চান। অভিনেত্রী বলেন, ‘এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বাকিরা জোর করছে বলেই যে আমাকে অস্ত্রোপচারের সাহায্য নিতে হবে, সেটা যেন না হয়।’
সূত্র: বলিউড হাঙ্গামা