উগান্ডার কাম্পালা-গুলু মহাসড়কে বুধবার (২২ অক্টোবর) ভোররাতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পূর্ব আফ্রিকার দেশটির পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ জানিয়েছে, ওভারটেকিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা দুই বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষ এড়াতে এক চালক গাড়ি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এতে একটি ‘চেইন রিঅ্যাকশন’ সৃষ্টি হয়। এর ফলে অন্তত চারটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিকবার উল্টে যায়।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় আহতদের কিরিয়ান্দোঙ্গো হাসপাতাল এবং আশপাশের অন্যান্য চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে আহতদের সংখ্যা ও আঘাতের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: এপি

Share.
Leave A Reply

Exit mobile version