দেশের বেসরকারি আর্থিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে। হ্যাক করার পর ফেসবুক পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো দিয়ে দিয়েছে হ্যাকার গ্রুপ।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির অফিশিয়াল পেজের এক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাকার গ্রুপ।

ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে ফেসবুক পেজ হ্যাকের বিষয়টি স্বীকার করেছেন।

তাদের টিম পেজটি উদ্ধারে কাজ করছে বলেও জানান তিনি।

শুক্রবার দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যায়নি।

হ্যাকার গ্রুপ ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘পেজটি “এমএস ৪৭০এক্স” দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এরপর ধারাবাহিকভাবে আরও কয়েকটি পোস্ট দেওয়া হয়েছে পেজটি থেকে।

Share.
Leave A Reply

Exit mobile version