ক্যাম্পাস প্রতিনিধি :
আজ বৃহস্পতিবার দুপুরে ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহার কর্তৃক প্রত্যেক বিভাগীয় প্রধানের কাছে নোটিশ প্রদান করেন যে,ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির সকল কার্যক্রম স্থগিত করা হলো।
নোটিশে উল্লেখ করা হয়, ইডেন কলেজ সাংবাদিক সমিতিটি বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও অন্তর্ভুক্তিমূলক এবং সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও অনুমোদনপ্রকল্পে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম যেমন -প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াতে সংবাদ/অডিও/ভিডিও চিত্র প্রকাশ বা প্রেরণ স্থগিত করা হলো।
উল্লেখ্য করা হয়েছে, ইডেন মহিলা কলেজের নাম ব্যবহার করে ইডেন কলেজ সাংবাদিক সমিতির সকল কার্যক্রম স্থগিতের বিষয়টি শিক্ষার্থীদের মাঝে জানিয়ে দিতে।
ইতিমধ্যে নোটিশটি সকল বিভাগীয় প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইডেন কলেজের সাংবাদিক সমিতির সদস্য সচিব তানজিলা আক্তার মাসুমা ভোরের বাংলাকে বলেন, এই বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি তবে খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
একই প্রশ্ন ইডেন কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক স্মৃতি আক্তারকে করা হলে বলেন, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক ইডেন কলেজ সাংবাদিক সমিতির সদস্যদের সাথে আলোচনা না করেই নোটিশ প্রদান করেন।
স্মৃতি আক্তার আরো বলেন,
নোটিশটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে নানা সংশয়।এই নোটিশ সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ শামসুন্নাহার বলেন ইডেন কলেজ শিক্ষার্থী স্মৃতি আক্তারকে হেনস্তা করার অপরাধে উপসচিব আমার রুমে এসে ভিকটিমদের সামনে ক্ষমা চাওয়ার বিষয়টি রেকর্ড করে কেন নিউজ করা হয়েছে। আমি তাদেরকে কথা দিয়েছিলাম কোন ধরনের ভিডিও করে ক্ষমা চাইতে হবে না সামনাসামনি ক্ষমা চাইলেই হবে।কিন্তু তাদের দেয়া সে কথা রাখতে না পারায় আমার সম্মান রইল না । তাই তোমাদের এই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত কাজ করতে পারবেনা। আমি চাই প্রতিটি ডিপার্টমেন্ট থেকে একজন করে সদস্য নিয়ে এই সাংবাদিক সমিতিতে একটি অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম শুরু হোক। তিনি আরো বলেন উপসচিবের এই রেকর্ড নিউজ করা একটি সাইবার ক্রাইম অপরাধের মধ্যে কি পড়ে না?
আমি এখন অসুস্থ তোমাদের কোন কথার উত্তর আমি দিতে পারবো না।