এশিয়ার নবীনতম দেশ পূর্ব তিমুর (তিমর-লেস্তে) রবিবার আসিয়ানভুক্ত ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রায় অর্ধশতাব্দী আগে পর্তুগিজ উপনিবেশ হিসেবে থাকা অবস্থায় এই ব্লকে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক এবং বর্তমান প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১ কোটি ৪০ লাখ জনসংখ্যার এই ছোট দেশটি এশিয়ার সবচেয়ে দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে একটি। প্রায় দুই বিলিয়ন ডলারের অর্থনীতি থাকায় এর অবদান আসিয়ানের মোট ৩.৮ ট্রিলিয়ন ডলারের জিডিপির সঙ্গে তুলনায় অত্যন্ত ক্ষুদ্র।

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে দেশটি আসিয়ানের পূর্ণ সদস্যপদ লাভ করলো। যদিও এটি আসিয়ানের অর্থনৈতিক চিত্রে বড় পরিবর্তন আনবে না বলে মনে করা হচ্ছে, তবে এটি প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা এবং প্রধানমন্ত্রী জানানা গুসমাও-এর জন্য ঐতিহাসিক বিজয়।

গুসমাও তার ভাষণে বলেন, “তিমর-লেস্তের মানুষের জন্য এটি শুধু একটি স্বপ্নপূরণ নয়, বরং আমাদের দীর্ঘ যাত্রার এক শক্তিশালী স্বীকৃতি। আসিয়ানে আমাদের অন্তর্ভুক্তি প্রমাণ করে, সংগ্রাম থেকে জন্ম নেওয়া এক তরুণ গণতন্ত্রও তার লক্ষ্য অর্জন করতে পারে।”

Share.
Leave A Reply

Exit mobile version