সারা বছরই চর্চায় থাকেন বলিউডের তিন খান। শাহরুখ, সালমান, আমির খান মানেই ভিন্ন কিছু। বক্স অফিস কাঁপিয়ে তোলে তাঁদের সিনেমা। সে কারণে তিন খানকে নিয়ে ভক্ত-অনুরাগীদের চর্চার শেষ নেই। এবার সেই চর্চা আরও বাড়িয়ে তুলেছেন তিন খানের একজন। তিনি আর কেউ নন, কিং খান।
অভিনয় দক্ষতার পাশাপাশি কথায় তাঁকে হারানো যায় না। কোন জায়গায় কোন কথা বলতে হবে, সেটা বেশ ভালোভাবেই জানেন তিনি। তাঁর বাচনভঙ্গি আর রসবোধে মুগ্ধ অনুরাগীরা।

এবার বলিউড বাদশাহর দাবি, সব বিগ বাজেটের সিনেমার জন্য প্রথমে তাঁর কাছেই প্রস্তাব আসে। তাঁর ছেড়ে দেওয়া সিনেমাই করেন বাকিরা। সিনেমার নামও উচ্চারণ করেছেন কিং খান।

অনুষ্ঠানে শাহরুখ খানের ছেড়ে দেওয়া ছবি হিসেবে বিভিন্ন সিনেমার নাম বলতে থাকেন সহসঞ্চালক অভিনেতা ভিকি কৌশল। এর মধ্যে উঠে আসে আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’র নামও। এই ছবির প্রস্তাবও কি প্রথমে শাহরুখের কাছে এসেছিল? শাহরুখও হেসে জবাবে বলেন, এই ছবিতে আমিরেরও কাজ করা উচিত হয়নি। রসিকতা করেই ছবিটি নিয়ে কটাক্ষ করেন শাহরুখ খান। যদিও সেটি শুধুই মজা করে বলেছেন কিং খান। সেটি বোঝাতে সঙ্গে সঙ্গে শাহরুখ খান বলেন, ‘আমির, আমি তোমাকে ভালোবাসি।’

হলিউডের ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর খানও। সিনেমাটি তৈরি হয় ১৮০ কোটি রুপিতে। যদিও বক্স অফিসে এই ছবি মাত্র ১৩০ কোটি টাকার ব্যবসা করে। এই ছবিতেই শেষবার আমিরকে দেখা গেছে।

Share.
Leave A Reply

Exit mobile version