মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার সোমালি অভিবাসীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে ‘আমরা সোমালি অভিবাসীদের চাই না’।

আফ্রিকান দেশটির দীর্ঘ দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত করা উচিত।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্পের উত্তপ্ত মন্তব্য এমন সময় এলো যখন মিনেসোটা রাজ্যে একটি কেলেঙ্কারি প্রকাশ পেয়েছে, যেখানে প্রসিকিউটররা বলছেন যে এক বিলিয়নের বেশি অর্থ অস্তিত্বহীন সামাজিক সেবায় গেছে, মূলত সোমালি আমেরিকানদের দ্বারা ভুয়া বিলিংয়ের মাধ্যমে।

ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে বলেন, ‘সোমালিয়ায় তাদের কিছুই নেই, তারা কেবল একে অপরকে হত্যা করার জন্য দৌড়াদৌড়ি করে।’

তিনি বলেন, ‘তাদের দেশটা ভালো না। তাদের দেশ বাজে এবং আমরা চাই না তারা আমাদের দেশে আসুক।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংখ্যালঘু গোষ্ঠীকে উপহাস করার এবং ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানোর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। যার মধ্যে অন্যতম হলো তিনি দাবি করেছেন যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকার পরিবর্তে কেনিয়ায় জন্মগ্রহণ করেছেন।

ডোনাল্ড ট্রাম্প প্রায়শই শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠদের রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষমতা হারানোর ভয়কে তুলে ধরেছেন বলে এমন একটি ধারণা যা তার বক্তৃতা এবং কর্মকাণ্ডের বিশ্লেষণে দেখা যায়।

ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে বলেন, ‘আমরা একটি চূড়ান্ত পর্যায়ে আছি।’

তিনি বলেন, আমাদের সামনে দুটি পথ খোলা আছে। যদি আমরা আমাদের দেশে আবর্জনা বা সমস্যা বহন করতে থাকি, তাহলে আমরা ভুল পথে পরিচালিত হব। আর যদি আমরা সঠিক পথে অগ্রসর হই, তবে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব।

Share.
Leave A Reply

Exit mobile version