বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর শাহবাগ থানার এক মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সোমবার (৫ মে) তাকে গ্রেপ্তার দেখানোর জন্য সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অন্যান্য আসামিদের সাথে তাকে কাঠগড়ায় তোলা হয়। এ সময় তার হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়।

সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি হাজী সেলিমের হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন হাজী সেলিম। বাকশক্তি হারিয়ে ফেলা হাজী সেলিম তখন পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে চিৎকার করতে থাকেন। পরে আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন তিনি।

এরপর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর এজলাস থেকে হাজী সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়ার সময়েও পুলিশের সাথে ফের চিৎকার-চেঁচামেচিতে লিপ্ত হন তিনি। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এসময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পেছন দিক থেকে পিছমোড়া করে বাধা ছিল।

Share.
Leave A Reply

Exit mobile version