চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১৩.০৪ বিলিয়ন মার্কিন ডলার, যা গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.০৭ শতাংশ বেশি।

সোমবার, ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে মোট ১,৩০৩ কোটি ৮২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর আগে গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১,১১‍৩ কোটি ৭০ লাখ ৯০ হাজার ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৯০ কোটি ১২ লাখ ডলার বা ১৭.০৭ শতাংশ।

এদিকে, সদ্যবিদায়ী নভেম্বর মাসে দেশে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার—যা ২০২৫-২৬ অর্থবছরের এখন পর্যন্ত যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ।

নভেম্বরে ব্যাংক খাতভিত্তিক রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।

মাসটিতে সপ্তাহভিত্তিক রেমিট্যান্স প্রবাহেও ছিল ঊর্ধ্বমুখী ধারা। ২৩–৩০ নভেম্বর প্রবাসীরা দেশে পাঠান ৭৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলার, ১৬–২২ নভেম্বর আসে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার, ৯–১৫ নভেম্বর আসে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২–৮ নভেম্বর আসে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া নভেম্বরের প্রথম দিন আসে ৪ কোটি ৩১ লাখ ৮‍০ হাজার ডলার।

চলতি অর্থবছরের শুরু চার মাসের পরিসংখ্যানে দেখা যায়—জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫‍৮ লাখ ৮০ হাজার ডলার এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে ২০২৪–২৫ অর্থবছরজুড়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩০.৩২ বিলিয়ন ডলার, যা একক অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Share.
Leave A Reply

Exit mobile version