জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ, ঝিনাইদহ, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। তাদের দাবি, ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এদিকে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে সকাল ৯টায় শুরু হয় ছাত্র ও যুব সমাবেশ। জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে যোগ দিতে নির্ধারিত সময়ের আগেই বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, “নতুন বাংলাদেশে জনগণ আর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য মেনে নেবে না। সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই হবে।”

প্রধান অতিথির বক্তব্যে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী দিনে জামায়াত ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব নিরসনকে অগ্রাধিকার দেবে তার দল। একইসঙ্গে তিনি দাবি করেন, গণতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জামায়াত নিরলসভাবে কাজ করছে।

Share.
Leave A Reply

Exit mobile version