এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারল না জাকের আলীর নেতৃত্বাধীন দল। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ রানে হেরে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ওভারে তানজিদ তামিম দ্রুত ফিরলেও সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের জুটিতে পাওয়ার প্লেতে ৪৪ রান তোলে বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। ৪১ রানের ব্যবধানে ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন ও অধিনায়ক জাকের আলী ফেরায় দল পড়ে বড় চাপে।

ষষ্ঠ ওভারে কুলদীপ যাদবকে ছক্কা হাঁকাতে গিয়ে ইমন (২১ বলে ১৯) ক্যাচ দেন অভিষেক শর্মার হাতে। তাওহীদ হৃদয় মাত্র ৭ রান করে আউট হন অক্ষর প্যাটেলের বলে। শামিম হোসেনকে প্রমোশন দিয়ে নামানো হলেও তিনি ৩ বল খেলে শূন্য রানে বোল্ড হন বরুণ চক্রবর্তীর বলে।

অন্যপ্রান্তে একাই লড়াই চালিয়ে যান সাইফ হাসান। ৩ চার ও ৪ ছয়ে মাত্র ৩৬ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। তিন বলের ব্যবধানে দুই ছক্কায় দলকে ১০০ রানে পৌঁছে দেন। তবে সঙ্গী না মেলায় চাপ আরও বেড়ে যায়। সাইফউদ্দিন বোলিংয়ে ৩ ওভারে ৩৭ রান খরচ করার পর ব্যাটিংয়েও ব্যর্থ হন (৭ বলে ৪ রান)।

১৭তম ওভারে কুলদীপ যাদব টানা দুই বলে ফিরিয়ে দেন রিশাদ ও তানজিম সাকিবকে। সাইফও কয়েক দফা জীবন পেলেও শেষ পর্যন্ত ৫১ বলে ৬৯ রানে (৩ চার, ৫ ছয়) বুমরাহর বলে অক্ষর প্যাটেলের ক্যাচে ফিরেন। তখনও প্রয়োজন ছিল ১৬ বলে ৫৩ রান। সেখানেই কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের জয়ের আশা।

শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে অলআউট হয় বাংলাদেশ। সাইফের লড়াই সত্ত্বেও ভারত জয় তুলে নেয় ৪১ রানে এবং নিশ্চিত করে এশিয়া কাপের ফাইনাল। এখন বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ অঘোষিত সেমিফাইনাল, যেখানে জয়ী দলই ২৮ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে।

Share.
Leave A Reply

Exit mobile version