রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আধুনিক রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে। আগুনের তীব্রতা কমে এলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে দ্রুত অগ্রগতি আনতে রোবটটি ব্যবহার করা হয়েছে। এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নিনির্বাপণ যন্ত্র, যা ঝুঁকিপূর্ণ স্থানে কার্যকরভাবে কাজ করতে সক্ষম।

ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবটটি মূলত এমন স্থানে ব্যবহার করা হয়, যেখানে মানব ফায়ার ফাইটারদের প্রবেশ বিপজ্জনক হয়ে পড়ে। বিশেষ করে কারখানা, গুদাম, তেল বা গ্যাস স্থাপনার মতো এলাকায় আগুন নেভাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রোবটটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয়। এর শক্তিশালী ফ্যান ও পানির জেট সিস্টেম দিয়ে আগুনের তাপমাত্রা কমানো এবং ধোঁয়া দূর করার কাজ করে। ফলে ফায়ার ফাইটারদের নিরাপদ দূরত্ব বজায় রেখে অগ্নিনির্বাপণ কার্যক্রম চালানো সম্ভব হয়।

বিমানবন্দরের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনী, নৌ বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনী এবং অন্যান্য সংস্থার সদস্যরাও অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।

প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে নিরবিচ্ছিন্ন তৎপরতা অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version