আলোচিত চিত্রনায়িকা পরীমণি সবসময়ই সামাজিক মাধ্যমে সরব থাকেন। প্রায়ই তিনি ভক্তদের জন্য শেয়ার করেন নিজের নানা মুহূর্ত। কখনো নতুন সাজে, কখনো ভিন্নধর্মী পোশাকে হাজির হয়ে চমকে দেন অনুসারীদের।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আবারও নতুন রূপে ধরা দিলেন এই নায়িকা। সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন একটি গহনার ব্র্যান্ডের হয়ে করা ফটোশুটের ছবি, যা মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে।

ছবিতে পরীমণিকে দেখা যায় নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গায়, যা কাতান বা বেনারসি সিল্কের তৈরি। সঙ্গে মানানসই ভারী গহনা—নাকফুল, নেকলেস, দুল ও চুড়িতে সেজেছেন তিনি। তার আকর্ষণীয় মেকআপ ও স্টাইলিশ হেয়ারস্টাইল পুরো লুকটিকে দিয়েছে রাজকীয় আবহ।

ছবি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যম ভরে উঠেছে লাইক ও কমেন্টে। এক ভক্ত লিখেছেন, “আপনাকে দেখতে যেন একেবারে রানীর মতো লাগছে।” অনেকেই আবার পরীমণির ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version