রাজধানীর পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত অভিযানে আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ দিয়ে মোট ১১টি ইউনিটের টানা চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Share.
Leave A Reply

Exit mobile version