বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে অন্তর্বর্তী সরকারপ্রধান এবং জার্মান চ্যান্সেলরের বৈঠকের জন্য পররাষ্ট্রসচিব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া, তারা বহুপাক্ষিক দৃশ্যপটের সমসাময়িক গতিশীলতাসহ বিস্তৃত ভূ-রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

উভয়পক্ষ আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয়টি, বিশেষ করে একে অপরের প্রার্থীদের সমর্থন নিয়েও আলোচনা করেছেন। জার্মান রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা প্রভাব মোকাবিলার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেছেন। তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে কর্মরত আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য জার্মান সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version