সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে বল হাতে বড় অবদান রাখেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার ধারালো বোলিংয়ে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার ওমর গুল ও শোয়েব মালিক।

মুস্তাফিজকে নিয়ে ওমর গুল বলেন, “আবুধাবিতে একরকম উইকেটে খেলা হয়েছে, আজ আবার অন্য রকম উইকেটে। কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা দিয়ে সব জায়গাতেই সেরাটা দিয়েছে। ব্যাক অব দ্য লেংথ ব্যবহার করেছে, এঙ্গেল করে হার্ড লেংথে বল ফেলেছে এবং উইকেটও পেয়েছে। দুই দলের পেসারদের মধ্যে মুস্তাফিজ পুরোপুরি আলাদা ছিল। সে অসাধারণ বোলিং করেছে। তার এঙ্গেল করা হার্ড লেংথের ডেলিভারি ব্যাটাররা খেলতে পারেনি, মারতেও পারেনি।”

শোয়েব মালিকও মুস্তাফিজের প্রশংসায় মেতে উঠেন। তিনি বলেন,“মুস্তাফিজের সবচেয়ে বড় শক্তি হলো—সে সবসময় তার স্ট্রেংথ নিয়েই খেলে। মার খেলেও নিজের শক্তি থেকে সরে আসে না। এর মানে, বছরের পর বছর সে তার স্কিল নিয়ে কাজ করেছে। তার অ্যাকশনটা আনঅর্থোডক্স, এজন্য অনেক কন্ডিশনে দারুণভাবে বল করতে পারে। তার স্লোয়ার অসাধারণ, আবার হার্ড লেংথের ডেলিভারিও দুর্দান্ত।”

মুস্তাফিজের এমন বোলিংয়ে বাংলাদেশ শুধু গুরুত্বপূর্ণ জয়ই পেয়েছে না, আবারও প্রমাণ করেছে কেন তিনি এখনও দলের সবচেয়ে ভরসাযোগ্য পেসারদের একজন।

Share.
Leave A Reply

Exit mobile version