মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে স্বৈরাচারের দোসররা বলে অভিযোগ উঠেছে। এতে ট্রাকের ভেতরে থাকা মালামালের একটি বড় অংশ পুড়ে গেলেও, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকিজ পেপার মিলের সামনে কুমিল্লাগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে হঠাৎ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ট্রাকের মালামালে।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, “আগুনে কোনো প্রাণহানি ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিতভাবে নাশকতার উদ্দেশ্যে ঘটানো হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।”
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। “এটি নাশকতার অংশ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে,” বলেন তিনি।


