বিএনপি নির্বাচনের জন্য মাঠে নামবে কি না, তা পূজার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বলেন, পূজাকে কেন্দ্র করে কোনও রাজনৈতিক শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে।

তিনি বলেন, ‘ধানের শীষে মানুষ ভোট দেবে, এই ভেবেই অনেকের গাত্রদাহ হচ্ছে। নির্বাচনের স্বার্থে বিএনপি আপাতত চুপ করে আছে। তবে জনগণ চাইলে সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব।’

তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে জনগণ বিভক্ত হয়, এমন কাজ করা উচিত নয়।

গয়েশ্বর অভিযোগ করে বলেন,‘বর্তমান সরকার ব্যর্থ হলে জুলাই গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে। বিএনপির চুপ থাকা দুর্বলতা কি না, সেটা সরকারকেই বুঝতে হবে।’

তিনি বলেন, ‘যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল, তারাই আজ নির্বাচন ভণ্ডুল করতে চাইছে। কোনও কারণে নির্বাচন না হলে ফ্যাসিবাদই লাভবান হবে।’

Share.
Leave A Reply

Exit mobile version