জম্মু-কাশ্মিরের গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। আন্তর্জাতিক জোট সাংহাই কো-অপারেশন কর্পোরেশনের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে যোগ দিতে বেইজিং সফর করেছে তিনি।

সোমবার সেখানে চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর হান ঝেং বলেন, দুই প্রতিবেশীর মধ্যে এবার বোঝাপড়া আরও বৃদ্ধি করার সময় এসেছে। পারস্পরিক আলোচনার মাধ্যমেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে।

২০২৪ সালে নিজেদের সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জয়শঙ্কর ও ঝেংয়র বৈঠকে তা আরও জোরাল হয়েছে।

বৈঠকের শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জয়শঙ্কর বলেছেন, ‌‌‘‘চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করে খুব ভালো লাগল। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত হচ্ছে। আশা করি এই বৈঠক আমাদের সম্পর্ককে আরও ইতিবাচক করে তুলবে।’’

তিনি বলেন, বর্তমানের জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারত ও চীনের পারস্পরিক অবস্থান একে অপরকে স্পষ্টভাবে জানানো প্রয়োজন। পাশাপাশি, এসসিওর প্রতি ভারতের সমর্থন রয়েছে বলেও জানান জয়শঙ্কর।

Share.
Leave A Reply

Exit mobile version