সময় সমাচার ডেস্ক :
বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর মারা যাওয়ার পর এই মন্ত্রণালয়গুলোর উপদেষ্টার পদশূন্য হয়ে যায়। পরে ভূমি মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে। এসময় পর্যটন মন্ত্রনালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার হাতে রাখা হয়।
নতুন করে দফতরবন্টনের পর শেখ বশিরউদ্দীন এখন থেকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বিমান মন্ত্রণালয়ও সামলাবেন।