তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে থেমে গেল পাকিস্তানের ব্যাটিং। এশিয়া কাপ টি-টোয়েন্টির অঘোষিত সেমিফাইনালে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা করতে পেরেছে মাত্র ১৩৫ রান। ফাইনালে উঠতে এখন বাংলাদেশের সামনে লক্ষ্য ১৩৬।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ব্যাট হাতে নামতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই তাসকিনের বলে আউট হন শাহিবজাদা ফারহান (৪), রিশাদের হাতে ধরা পড়ে ফেরেন তিনি। পরের ওভারেই স্পিনার মেহেদী হাসান বিদায় করেন সায়েম আইয়ুবকে (০)। ক্যাচ এবারও রিশাদের হাতে। ২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ মাত্র ৫/২।

এরপর ঘূর্ণির জাদু দেখান রিশাদ। ফখর জামানকে (১৩) তানজিমের হাতে ক্যাচ করিয়ে ফেরান তিনি। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই শিকার করেন হুসাইন তালাতকে (৩)। অন্যদিকে মুস্তাফিজ আঘাত হানেন পাকিস্তান অধিনায়ক সালমান আগার (১৯) উইকেটে। দলীয় ৪৯ রানের মধ্যেই পাকিস্তান হারায় ৫ উইকেট।

পরিস্থিতি সামাল দিতে খানিকটা চেষ্টা করেন শাহিন শাহ আফ্রিদি (১৯), মোহাম্মদ নেওয়াজ (২৫) ও মোহাম্মদ হারিস (৩১)। তবে বড় জুটি গড়তে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস থামে ১৩৫ রানে।

এখন সমীকরণ একেবারেই সহজ। এই ম্যাচে যে দল জিতবে, ফাইনালে ভারতের বিপক্ষে তারাই খেলবে। কারণ সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তান সমান একটি করে ম্যাচ জিতেছে। অন্যদিকে শ্রীলঙ্কা দুটিতেই হেরেছে।

তবে শেষ হাসি কার কপালে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত। অনিশ্চয়তার নামই যে ক্রিকেট।

Share.
Leave A Reply

Exit mobile version