উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় আসা চীনের চিকিৎসক দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন ছি‌লেন।

চীনা দূতাবাস জানায়, প্রধান উপদেষ্টা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের চিকিৎসক দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ ক‌রে তা‌দের দ্রুত সাড়া দেন এবং আহতদের চিকিৎসায় সম্পূর্ণ সমর্থন দেওয়ার জন্য। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখবে।

চীনা রাষ্ট্রদূত বিমান দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শোক প্রকাশ করেন। তি‌নি বলেন, চীন এবং বাংলাদেশ সত্যিকারের বন্ধু, যারা সুখ ও দুঃখে একসঙ্গে থা‌কে।

রাষ্ট্রদূত জানান, চীন আহতদের চিকিৎসায় সহায়তা এবং সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত এবং দুই দেশের স্বাস্থ্যসেবা খাতের সহযোগিতায় জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধির এবং অবকাঠামো নির্মাণের মাধ্যমে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই বিমান দুর্ঘটনায় আহত‌দের চি‌কিৎসা সেবা দি‌তে ঢাকায় আসেন চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম।

Share.
Leave A Reply

Exit mobile version