ইউক্রেনের আমাদের শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টিসহ শান্তি দরকার বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

রবিবার (২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

লন্ডনে ইউক্রেনের বিষয়ে একটি শীর্ষ সম্মেলনের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দ্বিপাক্ষিক আলোচনার পর প্রেসিডেন্ট জেলেনস্কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেন, দুই নেতা “ন্যায্য ও স্থায়ী শান্তির মাধ্যমে যুদ্ধের অবসানের জন্য একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরি করতে চান”।

তিনি বলেন, “(রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিন ছাড়া আর কেউ যুদ্ধ অব্যাহত রাখতে এবং সংঘাতের দ্রুত প্রত্যাবর্তনে আগ্রহী নয়। অতএব, ইউক্রেনের চারপাশে ঐক্য বজায় রাখা এবং আমাদের মিত্রদের — ইউরোপের দেশ এবং যুক্তরাষ্ট্রের — সাথে সহযোগিতার মাধ্যমে আমাদের দেশের অবস্থানকে শক্তিশালী করা গুরুত্বপূর্ণ।”

অনেক ইউরোপীয় নেতাদের অংশগ্রহণে রোববার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত ইউক্রেন বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন জেলেনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পক্ষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও এই সম্মেলনে যোগ দিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version