ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে আল্লাহ ভরসা নামের শ্রমিক পরিবহনকারী বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সৌভাগ্যক্রমে বড় কোনো ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনের বাসটি সড়কের পাশে পার্ক করে রেখে ভেতরেই চালক ও হেলপার ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসের পেছনের অংশে আগুন দেখতে পেয়ে তাঁরা চিৎকার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়, তবে তার আগেই আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

আগুনে বাসের কয়েকটি সিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র তারেক আল মেহেদী।

Share.
Leave A Reply

Exit mobile version