অনলাইন ডেস্ক :
ওপেনএআই জানিয়েছে, ভাইরাল চ্যাটবট চ্যাটজিপিটির এই আপডেটের মূল লক্ষ্য হলো “ব্যবহারকারীদের পণ্য খোঁজার গতি বাড়ানো এবং ক্রয় সিদ্ধান্ত সহজ করা।” ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, নতুন ফিচারে ব্যবহারকারীরা পণ্যের ছবি, হালনাগাদ দাম ও সরাসরি কেনার লিংকও দেখতে পাবেন।
ওপেনএআই দাবি করেছে, এই ফলাফলগুলো নিরপেক্ষভাবে নির্বাচন করা হবে এবং এগুলো কোনোভাবেই বিজ্ঞাপন নয়। বরং ব্যবহারকারীর প্রশ্ন, আগের সার্চ, কাস্টম ইনস্ট্রাকশন এবং ক্রয় অভিপ্রায়ের ভিত্তিতে প্রাসঙ্গিক পণ্যগুলো দেখাবে চ্যাটজিপিটি।
এছাড়া পণ্য নির্বাচন প্রক্রিয়ায় দাম, রেটিং, রিভিউ, আকার এবং ব্যবহারকারীর আগের পছন্দের বিষয়গুলোও বিবেচনা করবে এআই টুলটি। পাশাপাশি বিক্রেতা প্রতিষ্ঠানের নিরাপত্তা মানও যাচাই করা হবে। তবে ওপেনএআই স্বীকার করেছে যে, মাঝে মাঝে ভুলও হতে পারে।
চ্যাটজিপিটি বর্তমানে মাসে ৫০ কোটিরও বেশি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে বলে জানান ওপেনএআই প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। অন্যদিকে বেইন কনসালটেন্সির এক গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ গ্রাহক তাদের অন্তত ৪০ শতাংশ সার্চে এআই জেনারেটেড ফলাফলের ওপর নির্ভর করছেন। ফলে গুগলের সার্চ মার্কেট শেয়ার ৯০ শতাংশের নিচে নেমে এসেছে।