দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। ভরিতে এক হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (২৬ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের পরিবর্তন বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দর (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম অনুযায়ী)

২২ ক্যারেট: ২,০৭,৯৫৭ টাকা
২১ ক্যারেট: ১,৯৮,৪৯৮ টাকা
১৮ ক্যারেট: ১,৭০,১৪৩ টাকা
সনাতন পদ্ধতি: ১,৪১,৪৯৬ টাকা

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ২২ অক্টোবর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ৮,৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২,০৮,৯৯৬ টাকা। তখন ২১ ক্যারেটের দাম ছিল ১,৯৯,৫০১ টাকা, ১৮ ক্যারেটের ১,৭০,৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১,৪২,২১৯ টাকা। নতুন দাম কার্যকর হয়েছিল ২৩ অক্টোবর থেকে।

চলতি বছরের স্বর্ণের দাম পরিবর্তনের চিত্র

চলতি বছরে এখন পর্যন্ত ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৮ বার বেড়েছে, আর ২০ বার কমেছে।

২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল— যার মধ্যে ৩৫ বার দাম বৃদ্ধি এবং ২৭ বার হ্রাস করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version