আন্তর্জাতিক ডেস্ক :

ফের বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। আজ বুধবার (২৩ এপ্রিল) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, তুরস্কে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, বুধবার ইস্তাম্বুলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প আঘাত হানার পর এবং শহরের ভবনগুলো কেঁপে ওঠার সময় লোকজনকে ভবনগুলো ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায়।

জিএফজেড জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। তবে তাৎক্ষণিকভাবে এ কম্পনে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্কে।

প্রতীকী ছবি
Share.
Leave A Reply

Exit mobile version