ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্দেশ্যে ভোট পুনর্গণনার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসারের কাছে আবেদনপত্র জমা দেন। ওই আবেদনপত্রে উমামা ফাতেমা দাবি করেছেন, ওএমআর মেশিনের মাধ্যমে গণনার পরিবর্তে প্রতিটি কেন্দ্রের ভোট ম্যানুয়ালি পুনর্গণনা করা হোক। এছাড়া, ভোটারদের তালিকার কপি এবং ভোটকেন্দ্রে প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

আবেদনপত্রে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সদস্য প্রার্থী নওরিন সুলতানা তমা স্বাক্ষর করেছেন। উমামা ফাতেমা বলছেন, এটি কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাই নিশ্চিত করার একটি পদক্ষেপ।

Share.
Leave A Reply

Exit mobile version