মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৈঠকটি ছিল ট্রাম্প ও মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাচাদো। তিনি জানান, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই এই পদক উপহার দেওয়া হয়েছে। তবে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে পদকটি গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে নরওয়ের নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ কিংবা প্রত্যাহার করা যায় না—অর্থাৎ সম্মানটি মাচাদোর নামেই বহাল থাকবে।
প্রতিবেদনে বলা হয়, প্রায় এক ঘণ্টাব্যাপী মধ্যাহ্নভোজ বৈঠকের পর মাচাদো ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের একাধিক সিনেটরের সঙ্গে পৃথক বৈঠক করেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প এই বৈঠকের জন্য আগ্রহী ছিলেন। তবে তার মতে, স্বল্পমেয়াদে দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন মাচাদোর নেই। বর্তমানে ভেনেজুয়েলার সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় রয়েছেন মাচাদো। দেশটির ভবিষ্যৎ শাসনব্যবস্থায় নিজের ভূমিকা নিশ্চিত করতেই এই রাজনৈতিক টানাপোড়েন চলছে।
চলতি মাসে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় একটি অভিযান পরিচালনা করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর ফলে দেশটিতে গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, মাচাদো সিনেটরদের জানিয়েছেন যে দমন-পীড়নের পরিস্থিতি এখনো মাদুরোর শাসনামলের মতোই রয়ে গেছে। সম্ভাব্য নির্বাচনের ভবিষ্যৎ নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন।


