সুপ্রিম কোর্ট প্রতিনিধি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আহ্বায়ক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে সদস্যসচিব করে ২৬ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ কমিটি প্রয়োজন সাপেক্ষে কেন্দ্রীয় কমিটির মতামতের ভিত্তিতে বর্ধিত করতে পারবে।

রোববার (৬ এপ্রিল) ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ কমিটি অনুমোদন করেন।

Share.
Leave A Reply

Exit mobile version