আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, “এবার আমরা তিনবার ভোটার তালিকা হালনাগাদ করেছি। দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ অক্টোবর।”

তিনি আরও জানান, নির্বাচন সামগ্রী সংগ্রহের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। সেপ্টেম্বরের মধ্যেই যাবতীয় সামগ্রী কেনাকাটা সম্পন্ন হবে। এ ছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপস তৈরি করেছে ইসি। তবে কেউ প্রবাস থেকে নিবন্ধন করার পর নির্বাচনের সময় দেশে থাকলে তিনি আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না।

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ বিষয়ে তিনি বলেন, “এ নিয়ে আদালতে রিট হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।”

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে আখতার আহমেদ জানান, মাঠপর্যায়ের ২২টি দলের তথ্য যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আগামী রোববার অথবা সোমবার কমিশনের সভায় এটি চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।

এ সময় তিনি আরও জানান, আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল ইসিতে এসে আলোচনা করবে।

Share.
Leave A Reply

Exit mobile version