সময় সমাচার ডেস্ক :

আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন বলে গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে। ধারণা করা হচ্ছে, তারা রাজধানীতে অস্থিরতা তৈরি এবং শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।

এ অবস্থায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সরকার পতনের পর চট্টগ্রামে সহিংসতা, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বেড়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট সরকারের পতনের পর রাজনৈতিক শূন্যতা ও পুলিশের দুর্বলতার সুযোগে এসব ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে।

একটি গোপন রিপোর্টে বলা হয়, এক সপ্তাহের মধ্যে ঢাকায় শক্তি প্রদর্শনের জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। চট্টগ্রামের সব থানায় সন্দেহভাজনদের গতিবিধি নজরদারি, মোবাইল ট্র্যাকিং, চেকপোস্ট বসানো, যোগাযোগমাধ্যম মনিটরিংসহ ৮ দফা নির্দেশনা পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, তারা এখন আগের চেয়ে বেশি সতর্ক এবং কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সক্রিয় রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version