গাজার স্থায়ী বিভাজনের কোনো সম্ভাবনা দেখছেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার তিনি এ মন্তব্য করেন।

মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরাইলি সেনারা বর্তমানে ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত সীমার ভেতর অবস্থান করছে। এতে গাজার প্রায় অর্ধেক এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ওই এলাকায় পুনর্গঠনের জন্য সহায়তা দেওয়া হবে।

রুবিও জানান, যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের চেষ্টা করছে, যা গাজার নিরাপত্তা নিশ্চিত করবে।

রুবিও ইসরাইল থেকে কাতার যাওয়ার পথে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, এই বাহিনীর উদ্দেশ্য হলো— ধীরে ধীরে ওই লাইন সরিয়ে পুরো গাজা অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করা। অর্থাৎ পুরো গাজাকে নিরস্ত্র করা।

তিনি আরও বলেন, ‘গাজার যত বেশি এলাকা নিরস্ত্রীকরণ হবে, তত কম হবে সন্ত্রাসবাদ। ফলে ওই লাইনও সরবে। এটিই দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ইসরাইলও স্পষ্টভাবে জানিয়েছে, গাজা দখলে রাখার কোনো ইচ্ছা তাদের নেই।’

যুদ্ধবিরতি এগিয়ে নিতে সর্বশেষ শীর্ষ মার্কিন কর্মকর্তা হিসেবে রুবিও ইসরাইল সফর করলেন।

এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দেশটি সফল করেন।

রুবিও আরও জানান, মার্কিন সেনাপ্রধান জেনারেল ড্যান কেইন আগামী সপ্তাহে ইসরাইল সফর করবেন।

সূত্র: বাসস

Share.
Leave A Reply

Exit mobile version