ব্রেকিং নিউজ
সময় সমাচার ডেস্ক :
ডিজিটাল এই যুগে স্মার্টফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে ফোনের চার্জ অনেকক্ষণ স্থায়ী করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ফোনের চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখার কিছু উপায়-
স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখুন
স্ক্রিন হলো ফোনের সবচেয়ে বেশি চার্জ খরচকারী অংশগুলোর একটি। অপ্রয়োজনীয় বেশি উজ্জ্বলতা ব্যাটারি দ্রুত ফুরিয়ে দেয়। তাই ফোনের অটো ব্রাইটনেস অপশন চালু করুন অথবা নিজে থেকে স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে ব্যবহার করুন।
অপ্রয়োজনীয় অ্যাপ ও ফিচার বন্ধ রাখুন
অনেক সময় ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালু থাকে যেগুলো ব্যাটারি খরচ করে। তাই ব্যবহার শেষে অ্যাপগুলো ক্লোজ করে দিন। এছাড়া ব্লুটুথ, ওয়াইফাই, লোকেশন ও মোবাইল ডাটা প্রয়োজন না হলে বন্ধ রাখুন।
ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন
প্রায় সব স্মার্টফোনেই এখন ব্যাটারি সেভার বা পাওয়ার সেভিং মোড ফিচার থাকে। এটি চালু করলে ফোনের কিছু কার্যক্রম সীমিত হয়, যার ফলে চার্জ দীর্ঘক্ষণ থাকে।
অটোমেটিক অ্যাপ আপডেট বন্ধ করুন
গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে অটো আপডেট চালু থাকলে, ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার হয়ে চার্জ দ্রুত ফুরিয়ে যায়। তাই অটো-আপডেট অ্যাপস অপশনটি বন্ধ রাখুন।
লাইভ ওয়ালপেপার ও অ্যানিমেশন বন্ধ করুন
লাইভ ওয়ালপেপার বা অ্যানিমেটেড ট্রানজিশনগুলো ফোনের প্রসেসরকে বেশি ব্যস্ত রাখে এবং এতে ব্যাটারি খরচ বেড়ে যায়। তাই এগুলো ব্যবহার না করাই ভালো।
নোটিফিকেশন নিয়ন্ত্রণ করুন
প্রতিটি অ্যাপ থেকে বারবার নোটিফিকেশন এলে তা শুধু বিরক্তিকর নয়, ব্যাটারির জন্যও ক্ষতিকর। অপ্রয়োজনীয় অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করে দিন।
অপটিমাইজড চার্জিং ব্যবহার করুন
অনেক ফোনে এখন অপটিমাইজড চার্জিং ফিচার আছে, যা ফোনের ব্যাটারিকে অতিরিক্ত চার্জিং থেকে রক্ষা করে এবং দীর্ঘমেয়াদে ব্যাটারির আয়ু বাড়ায়।
উন্নত মানের চার্জার ব্যবহার করুন
লোকাল বা নকল চার্জার ফোনের ব্যাটারির ক্ষতি করে ও চার্জের স্থায়িত্ব কমিয়ে দেয়। তাই ব্র্যান্ডেড ও অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
ফোনের সফটওয়্যার আপডেট রাখুন
সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফোনের ব্যাটারি ব্যবস্থাপনা উন্নত হয়। তাই নিয়মিত সিস্টেম আপডেট চেক করুন ও ইনস্টল করুন।
অপ্রয়োজনীয় উইজেট সরিয়ে দিন
হোম স্ক্রিনে অনেক বেশি উইজেট থাকলে তা ফোনের র্যাম এবং ব্যাটারি উভয়কেই চাপ দেয়। তাই শুধু দরকারি উইজেট রাখতে পারেন।