বিনোদন ডেস্ক
‘তশন’ সিনেমার শুটিং সেটে প্রেম শুরু হয়েছিল কারিনা কাপুর-সাইফ দম্পতির। জানা যায়, শুটিং স্পটে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কারিনাই নাকি প্রথম হাত বাড়িয়েছিলেন। আর তাতে সাড়া দিয়েছিলেন সাইফও।
এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, সাইফ সহজে মেয়েদের সঙ্গে মিশতে পারেন না। কিন্তু কারিনা যে মোটেও ‘সুবিধার মেয়ে’ নন, এ বিষয়ে সাইফকে নাকি আগেই সাবধান করেছিলেন অক্ষয় কুমার।
কারিনা সাইফ ছাড়াও ‘তশন’ সিনেমায় অক্ষয়ও অভিনয় করেছিলেন। তার চোখের সামনেই গড়ে উঠেছিল সাইফ ও কারিনার সম্পর্ক। তখন বাধ্য হয়ে সহ-অভিনেতাকে সাবধান করেছিলেন অক্ষয়। পরে এই বিষয়টি টুইঙ্কল খান্নার সঙ্গে এক অনুষ্ঠানে ফাঁস করেছিলেন কারিনা নিজেই।
ওই অনুষ্ঠানে কারিনা বলেন, অক্ষয় টের পেয়েছিল আমি আর সাইফ প্রেম করছি। একদিন অক্ষয় কথা বলার জন্য সাইফকে এক কোণে নিয়ে গিয়েছিল। সে সাবধান করতে বলেছিল, ‘মন দিয়ে শোনো। ও কিন্তু সাংঘাতিক মেয়ে। ওর পুরো পরিবারই ভয়ঙ্কর। আমি ওদের ভাল করে চিনি। তাই যা করবে, ভেবেচিন্তে কোরো।’ এ কথা শুনে সাইফ জানিয়েছিল, ও আমাকে বুঝে গিয়েছে। ও সবটা সামলে নেবে।
জানা যায়, ‘তশন’ সিনেমার আগেও নাকি অন্যান্য সিনেমায় জুটি বাঁধার প্রস্তাব বার বার এসেছে তাদের কাছে। কিন্তু কেউ না কেউ পিছিয়ে গিয়েছিলেন। অবশেষে সিনেমাটি একসঙ্গে কাজ করেন তারা। আর প্রথম সিনেমাতে কাজ করতে গিয়েই প্রেমে পড়েন তারা। এই প্রসঙ্গে কারিনা বলেছিলেন, আমাদের সম্পর্কের সুতো বোধহয় আগে থেকেই বাঁধা ছিল। ২০১২ সালে কারিনা ও সাইফ বিয়ে করেন। বর্তমানে তারা দুই পুত্রসন্তানের বাবা-মা।