সুদি মিয়া ভাই
————-আহসান উল্যাহ

কি রহিম মিয়া আছো কেমন?
যাচ্ছে কেমন দিন?
আর বইলেন না!
গরিবের আবার দিন?
সব সমস্যা মিলেমিশে
করছে যে কিলবিল ।

দেখছো মিয়া! কারবার ডা কি?
বাজারে গেলে হুদাই মাথা ঘুরে,
কন কি মিয়া ভাই
আপনার ঘুরে মাথা?
মাইনষের কাছে হুনছি আমি
আপনার কাছে টেকা অইলো
ঝরঝরে হুগনা তেজপাতা।

বাদ দাও মিয়া মাইনষের কথা
গেছো নাকি কাল হাঁটে?
হাঁটে যাইমু! নাইতো টেকা
শূন্য পকেট ফাঁকা
কাম করাইয়ে দেয় নাই টেকা
হেই উত্তর পাড়ার মন্ডল কাকা‌।

দুনিয়াটা ভইরা গেছে অমানুষের দলে
পাওনা টাকা চাইতে গেলে
আবোলতাবোল বলে,
এই নাও দিলাম পাঁচশ টাকা
রাইখো হিসেব করে
সময় বুইঝা ফেরত দিও
সুদ আর আসলে।

দিমু দিমু ফেরত দিমু
সুদ আর আসলে
বেবাক দেনা মিটাই দিমু
সামনের আশ্বীনের ফসলে,
আপনে আছেন বইলা এহনো
বাইছা আছি তাই
আপনে অইলেন এই এলাকার
আমগো সুদি মিয়া ভাই।

Share.
Leave A Reply

Exit mobile version