এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে ভারত। ব্যাট হাতে নেমে রেকর্ড গড়ার দারুণ সুযোগ অপেক্ষা করছে ভারতের উইকেটরক্ষক সাঞ্জু স্যামসনের সামনে।

চলতি আসরে এখন পর্যন্ত তিন ইনিংসে ১০৮ রান করেছেন স্যামসন। ৩৬ গড়ে ও ১২৭.০৫ স্ট্রাইক রেটে রান করা এই ব্যাটারের সামনে আজ রয়েছে মহেন্দ্র সিং ধোনি ও ঋষভ পন্তকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

ভারতের হয়ে কোনো বড় টি–টোয়েন্টি টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ঋষভ পন্তের। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে আট ইনিংসে করেছিলেন ১৭১ রান। ফাইনালে ৬৪ রান করলেই তাকে ছাড়িয়ে যাবেন স্যামসন।

অন্যদিকে, ধোনি ২০০৭ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ছয় ইনিংসে করেছিলেন ১৫৪ রান। আজকের ম্যাচে ৪৭ রান করলেই সাবেক অধিনায়ককেও পেছনে ফেলবেন স্যামসন।

ভারতের হয়ে এখন পর্যন্ত ৪৮ টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্যামসন। ২৬.১৮ গড়ে ও ১৪৯ স্ট্রাইক রেটে করেছেন ৯৬৯ রান। আজ ফাইনালে মাত্র ৩১ রান করলেই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তার নামের পাশে যোগ হবে এক হাজার রানের মাইলফলক। এর পাশাপাশি ইতোমধ্যেই রয়েছে তিনটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।

এশিয়া কাপে শুভমন গিল ও অভিষেক শর্মা ওপেন করায় টপ অর্ডারে সুযোগ পাননি স্যামসন। নেমেছেন পাঁচ নম্বর বা এর পরের পজিশনে। আসরে ওমানের বিপক্ষে করেছেন ৫৬, পাকিস্তানের বিপক্ষে ১৩ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রান।

এবার ফাইনালে তিনি কতটা সুযোগ পান এবং ব্যাট হাতে ধোনি–পন্তকে ছাড়িয়ে ইতিহাস গড়তে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

Share.
Leave A Reply

Exit mobile version