ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করলেও বর্তমানে নাটকে তার স্বচ্ছন্দ ও দক্ষ অভিনয় তাকে বিশেষভাবে পরিচিত করেছে। ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’–তে অভিনয়ের মাধ্যমেই টেলিভিশন জগতে তার পথচলা শুরু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের চড়াই–উতরাই নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। জোভান বলেন, ‘আমার মনে হয়, আমার মতো এত উত্থান–পতন খুব কম মানুষই দেখে থাকে। খুব অল্প সময়ে আমি অনেক বেশি উত্থান–পতনের মধ্য দিয়ে গিয়েছি।’

১২ বছরের দীর্ঘ অভিনয় অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার নাটকের ক্যারিয়ার ইতোমধ্যেই ১২ বছর ছুঁয়ে গেছে।’

তিনি মনে করেন, অভিনয়জীবনে নানা বাধা–বিপত্তির মধ্যেও দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারা তার জন্য এক বড় আশীর্বাদ। জোভানের ভাষায়,‘এত চড়াই–উতরাই পার করার পরও দর্শক আমাকে ভালোবেসে যাচ্ছে, কাজ করে যেতে পারছি—এটাই আল্লাহর বড় রহমত।’

উল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশি খাদ্য ব্র্যান্ড প্রাণ–এর একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে যাত্রা শুরু করেন জোভান। দুই বছর পর তিনি আতিক জামানের ধারাবাহিক ‘ইউনিভার্সিটি’–তে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক ঘটান।

Share.
Leave A Reply

Exit mobile version