বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী সোনম কাপুর দীর্ঘদিন ধরে অভিনয়ের পর্দায় অনুপস্থিত। ২০২২ সালে প্রথম সন্তানের জন্মের পর নিজেকে পুরোপুরি সন্তান বায়ু কাপুর ও পরিবারকে ঘিরেই সীমাবদ্ধ রেখেছেন তিনি। যদিও বড় পর্দায় নেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনমের সরব উপস্থিতি নজর কাড়ে নিয়মিত।

সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’কে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম খোলামেলা কথা বলেন তার ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং সন্তান লালন-পালন নিয়ে। সেখানে নিজের শিক্ষাজীবনের একটি অপূর্ণতা নিয়ে আক্ষেপ করে সোনম বলেন, ‘আমি কখনো কলেজে যাইনি। কিন্তু আমার স্বামী আনন্দ আহুজা ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হোয়ার্টন স্কুল থেকে পড়েছেন। সেখানে গিয়ে বুঝেছি কী অসাধারণ এক অভিজ্ঞতা আমি মিস করেছি।’

এই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে তিনি এখন থেকেই চেষ্টা করছেন তার দুই বছর বয়সী ছেলের জন্য একটি সুন্দর মানসিক গঠন তৈরি করতে। সোনম জানান, ‘বায়ুর মধ্যে এখন থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তুলেছি। আমি চাই, ওর মধ্যে সহানুভূতি আর কৌতূহল জন্ম নিক—আর বই পড়াই সেই পথের শুরু।’

সাক্ষাৎকারে সোনম একটি মজার ঘটনাও শেয়ার করেন। তিনি জানান, তার ছেলে বায়ু বাইরে যাওয়ার আগে তার মতোই অ্যাপ ব্যবহার করে বাতাসের গুণমান (AQI) পরীক্ষা করে। খারাপ থাকলে সে আর বাইরে যেতে চায় না।

মাতৃত্ব তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে বলেও জানান সোনম। ‘আমি চেষ্টা করি বায়ুর চোখ দিয়ে পৃথিবীকে দেখতে। এতে করে আমি ওর জন্য একজন ভালো অভিভাবক হতে পারি,’ বলেন তিনি।

উল্লেখ্য, সোনম কাপুরকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্লাইন্ড’ সিনেমায়। তবে তিনি সম্প্রতি বলিউডে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন, যা তার ভক্তদের জন্য এক সুখবর।

Share.
Leave A Reply

Exit mobile version