বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের সময় এখন। প্রতিবাদ না করলে ষড়যন্ত্র চলতে থাকবে।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মুয়াজ্জেম হোসেন আলাল বলেন, ৫ আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যা করা হলো। তখন কিন্তু এতো আলোচনা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সাম্যকে  হত্যা করা হলো, তখনও কিন্তু একটি মহল এতো আন্দোলন করেনি। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ষড়যন্ত্র করে তারা কিছুই করতে পারবে না। কারণ এ দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু তারেক রহমান তো দেশ চালান না। তাহলে কেন তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংগঠনের ভাইস চেয়ারম্যান এম জহির আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক, যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম, সদস্য আবুল বাশার প্রমুখ।

Share.
Leave A Reply

Exit mobile version