একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনকে নির্বাচন কমিশনের (ইসি) জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বিষয়ে সরকার ইসিকে চিঠি দিয়েছে। এমন দুটি গুরুত্বপূর্ণ আয়োজন একসঙ্গে পরিচালনা করার মতো পরিস্থিতির মুখোমুখি কমিশন এর আগে কখনো হয়নি।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্যই ফ্রি এবং ফেয়ার ইলেকশন। এর বেশিও নয়, কমও নয়। এ ব্যাপারে আমাদের প্রবল আত্মবিশ্বাস রয়েছে। আমাদের রাজনৈতিক বাস্তবতা খুব একটা মসৃণ নয়। তবে স্বচ্ছ নির্বাচনের পর সকল পরিস্থিতি শান্ত হবে বলে আমার বিশ্বাস, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা দায়িত্ববান ও বিজ্ঞ।

Share.
Leave A Reply

Exit mobile version