ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সংখ্যা বেড়েছে। রিটার্নিং অফিসারদের আদেশ চ্যালেঞ্জ করে কমিশনে জমা পড়েছে মোট ৬৪৫টি আপিল আবেদন। এসব আপিলের শুনানি শুরু হচ্ছে আজ শনিবার।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, শনিবার (১০ জানুয়ারি) থেকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে এবং প্রাথমিকভাবে এই কার্যক্রম ১৮ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিনে অর্থাৎ শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ধারাবাহিকভাবে রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে। বাকি আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে গতকাল শুক্রবার ছিল আপিল আবেদন জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে আপিল দাখিল করেন। শেষ পর্যন্ত কমিশনে জমা পড়া আপিল আবেদনের সংখ্যা দাঁড়ায় ৬৪৫টি।

ইসি সূত্রে জানা গেছে, আপিলকারীদের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। এক শতাংশ ভোটারের সমর্থন নিশ্চিত করতে ব্যর্থ হওয়া, সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরে অসামঞ্জস্য, ঋণখেলাপি হওয়া এবং মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকার কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

তবে এসব ত্রুটি সংশোধনের জন্য প্রার্থীদের আগে থেকেই সুযোগ দেওয়া হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

Share.
Leave A Reply

Exit mobile version