দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) একদিনেই আরও ৯১ জন প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অ্যারাবিক জানিয়েছে, নিহতদের মধ্যে ৪৮ জন গাজা সিটির বাসিন্দা। এদের মধ্যে ছয়জন ত্রাণ সংগ্রহের সময় নিহত হন।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসরায়েল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বিমান হামলা চালায়। ফিলিস্তিনে প্রতিদিন গড়ে প্রায় ১০০ মানুষ নিহত হলেও, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা করেছেন—সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় অভিযান বন্ধ হবে না। বরং তিনি আরও বর্বরতা চালানোর হুমকিও দেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৬৫ হাজার ৫৪৯ জন নিহত এবং ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, আরও হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় **২০০ জন বন্দি হয়েছিলেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, “গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে বলে মনে হচ্ছে।” তবে তিনি চুক্তির বিস্তারিত বা সময়সীমা সম্পর্কে কিছু জানাননি।

অন্যদিকে, আল জাজিরার সঙ্গে কথা বলা এক নাম প্রকাশে অনিচ্ছুক হামাস কর্মকর্তা জানান, তাদের কাছে এখনো কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছায়নি। ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ইসরায়েলও এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখযোগ্য যে, আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version