দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিপ্রতি ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

নতুন দামে আজ শুক্রবার (৩ অক্টোবর) ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য দাঁড়িয়েছে এক লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এ সমন্বয় আনা হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে। ফলে আজ শুক্রবারও স্বর্ণ বিক্রি হচ্ছে একই দামে।

স্বর্ণের বাজারদর (ভরিপ্রতি)

২২ ক্যারেট: ১,৯৫,৩৮৪ টাকা
২১ ক্যারেট: ১,৮৬,৪৯৬ টাকা
১৮ ক্যারেট: ১,৫৯,৮৫৫ টাকা
সনাতন পদ্ধতি: ১,৩২,৭২৫ টাকা

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version