রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে, যাতে বিস্ফোরণের পর সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে মোটরসাইকেলে আগুন ধরলেও কেউ আহত হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

