ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি বোয়িং বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
এরমধ্যে একটি সন্ধ্যা ৬ টা ৫ মিনিটি সিঙ্গাপুর ও আরেকটি মালে থেকে ৬ টা ২০ মিনিটে অবতরণ করে।
এর আগে, সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি বিমান বাংলাদেশের একটি যাত্রীবাহী ফ্লাইট অবতরণ করে ৩টা ৩১ মিনিটে।
বাংলাদেশ বিমানের বিজি‑৩৪০ ফ্লাইটে ৩৯৬ জন যাত্রী ছিলেন। বিমানটি বিকেল ৩টা ৩১ মিনিটে সিলেটে অবতরণ করে।

