বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) উদ্যোগে ময়মনসিংহে ‘ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয় সম্পর্কে স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শহরের দীঘারকান্দায় শাপলা রিসোর্স ডিভালপমেন্ট সেন্টারে দিনব্যাপী কর্মশালায় ময়মনসিংহে কর্মরত জাতীয় দৈনিক, টিভি, স্থানীয় দৈনিক এবং অনালাইন নিউজ পোর্টালের ত্রিশজন সাংবাদিকের সাথে ডিজিটাল সুবিধার বিস্তার ও প্রযুক্তির সহায়তায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ প্রযুক্তিনির্ভর সহিংসতা তথা নতুন নতুন বিষয় সম্পর্কে সাংবাদিকদের নিজেদের জানা এবং সকলকে জানানোর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভুলতথ্য, অপতথ্য দমন এবং ঠিক তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখার ক্ষেত্রে সাংবাদিকরা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা দীন মোহাম্মদ দীনু বিশেষ অতিথি এবং বিএনএনআরসি’র জেলা ফোকাল পারসন ও নিষ্ঠা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক স্বাধীন চৌধুরী স্বাগত বক্তার বক্তব্য দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য বা বিনা অনুমতিতে কারো ছবি বা বক্তব্য অসদুদ্দেশ্যে ছড়ানো, কাউকে অযথা বার্তা বা ছবি পাঠিয়ে উত্যক্ত করা, কারো কম্পিউটার বা মোবাইল হ্যাক করা প্রভৃতি অপরাধ মোকাবিলা সম্পর্কে কর্মশালায় স্বচ্ছ্ব ধারণা তুলে ধরেন বক্তারা। পাশাপাশি এসময় প্রযুক্তির সহায়তায় সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা মোকাবিলায় করণীয় ও উদ্যোগ সম্পর্কেও মতামত সংগ্রহ করা হয়।

