টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত হলেও আয়োজক দেশ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। ভারতের মাটিতে খেলতে অনিচ্ছা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপ যেখানেই হোক না কেন, প্রস্তুতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
মঙ্গলবার সিলেটে এক সংবাদ সম্মেলনে সাইফউদ্দিন বলেন, ‘কী হবে সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। বেশ কিছুদিন আগে আমরা টি-টোয়েন্টি সিরিজ খেলেছি। মানিয়ে নিতে সুবিধা হবে আশা করি। ভারতে হোক বা শ্রীলঙ্কায়—যেখানেই খেলা হোক, আমরা প্রস্তুত। সবাই মুখিয়ে আছি মাঠে নামার জন্য।’
নিজের ব্যক্তিগত প্রস্তুতি ও মানসিক অবস্থান নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘জীবনে সংগ্রাম থাকবেই—খেলোয়াড়ি জীবন হোক বা ব্যক্তিগত জীবন। আগে ক্রিকেট নিয়ে অনেক বেশি চিন্তা করতাম। এখন কিছুটা সরে এসেছি। চেষ্টা করি নিজেকে ফিট রাখার, মন খুলে খেলার। যা হওয়ার হবে। গত চার-পাঁচ মাস ভালোই কাটছে। চেষ্টা করব এই ধারাবাহিকতা ধরে রাখতে এবং দলে অবদান রাখার।’
বিশ্বকাপ সামনে রেখে বিপিএলে মনোযোগের কথাও জানান এই অলরাউন্ডার। তাঁর ভাষায়,
‘বিশ্বকাপের এখনও এক মাস বাকি। সবাই এখন বিপিএলে ফোকাস করছি। দলগতভাবে আশানুরূপ পারফরম্যান্স করতে পারছি না। কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, তিন-চার বা টপে ওঠা যায়—এসব নিয়েই আলোচনা হচ্ছে। ফরম্যাট একই, বিশ্বকাপেও এই ফরম্যাটেই খেলতে হবে। আমরা অনেক সিরিজ একসঙ্গে খেলেছি, যারা বিশ্বকাপ দলে আছে সবাই একে অপরকে ভালোভাবে চিনি।’
জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম নিয়েও কথা বলেন সাইফউদ্দিন।
‘মুস্তাফিজ আমাদের সম্পদ। ওর সতীর্থ হতে পেরে আমরা গর্বিত। গত ম্যাচ রংপুরের বিপক্ষে খেলার পর ডাইনিংয়ে একসঙ্গে খাচ্ছিলাম। ওকে আমার পাশে বসতে ডাকলাম। ওকে দেখে একদমই হতাশ মনে হয়নি। বরং ও বেশ রিলাক্স ছিল। সবসময় যেমন গান শোনে, স্বাভাবিক থাকে—সেই রকমই। ও যদি এত রিল্যাক্স থাকে, তাহলে আমরা এত চিন্তা করে লাভ কী? আমরাও রিল্যাক্স!’
বিশ্বকাপের আগে এমন আত্মবিশ্বাসী মনোভাব বাংলাদেশ দলের জন্য ইতিবাচক বার্তা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

