বাংলাদেশের অন্যতম প্রধান ও আধুনিক শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিং মল উদযাপন করেছে তাদের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালন করা হয় এই দিনটি।
সকালে শপিংমলের লেভেল–১ এর অ্যাট্রিয়ামে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সারাদিনজুড়ে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্ল্যাশ মব, ফ্যাশন ফেস্ট ও কনসার্ট। পুরো মলজুড়ে ছিল উৎসবের আমেজ ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।
বসুন্ধরা গ্রুপের ডিএমডি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, “আজ আমরা একত্রিত হয়েছি বসুন্ধরা সিটি শপিং মলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য এবং আপনাদের সবাইকে স্বাগত জানাতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বসুন্ধরা সিটি শপিং মল আমাদের মাঝে এসেছে একজন স্বপ্নদ্রষ্টা, উদ্ভাবক ও পথপ্রদর্শকের দৃষ্টিভঙ্গি থেকে – যিনি বাংলাদেশের প্রথম আধুনিক শপিং মল গড়ার ধারণা বাস্তবায়ন করেছেন। তিনি আর কেউ নন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা সিটি আজ শুধুমাত্র একটি শপিং মল নয়, এটি এমন একটি জায়গা যেখানে পরিবার, বন্ধু-বান্ধব ও দর্শনার্থীরা কোয়ালিটি টাইম উপভোগ করতে আসে। আমাদের লক্ষ্য হচ্ছে এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় ও আনন্দময় করা।”
প্রতিষ্ঠাবার্ষিকীর কনসার্টে জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা তাঁদের সুরের জাদুতে দর্শকদের মাতিয়ে তোলেন।
এ উপলক্ষে আয়োজনে সহযোগিতা করার জন্য ক্লাব হাউস, ফ্রীল্যান্ড, বে, তুরাগ একটিভ ও ইরানি বোরকা বাজার-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
গ্রাহক, অংশীদার ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় বসুন্ধরা সিটি শপিং মল উদযাপন করেছে একুশ বছরের সাফল্যের যাত্রা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একসাথে এই গৌরবময় যাত্রার আনন্দ ভাগাভাগি করেছেন উৎসবমুখর পরিবেশে।